যার স্নেহে পেটে খাবে, পরবে নাইবে-
সন্ধানে তারই আবার গেঁড়ো তাড়বে।
আসলে কাজে বিচারে সৎ সভ্য নয়,
তবু বলবে- ‘কারো চেয়ে কম নই’।



দয়া করলে সুযোগ খোঁজে,
সুযোগ পেলে ছিনতাই করে।
ছিনতাই ক’রে বাবু সাজে,
বাবু সেজেই সম্মান কেনে,
সম্মান পেলে প্রভুত্ব চিনে।



বসতে পেলে খেতে চাইবে,
খেতে পেলে শুতে চাইবে।
শুতে পেলে আদর চাইবে,
আদর পেলে দাড়ি ছিঁড়বে।


।।  ।।  ।।  ।।  ।।