বাড়ির ধারে নিমগাছটি
ভাই প্রাণ আনচান করে
পোকায় কাটে মানব মন
তার পাতা শির শির করে।


বাড়ির ধারে নিমগাছটি
সূর্য জ্বল জ্বল  করে
আলোর টানে জীবন গানে
রৌদ্র- নদী ঝরঝর ঝরে।


বাড়ির ধারে  নিমগাছটি
নক্ষত্র মিট মিট হাসে
আন্ধার  রাতে জগত  ঢলে
সে নীরবে দাঁড়িয়ে থাকে।


।।  ।।  ।।  ।।  ।।