যে একদিন এগিয়ে ছিল
সে আজ পিছিয়ে গেছে
এই কি কালের নিয়ম?
শব্দে শব্দে তোলপাড় আকাশ।


ছোট কান দুটি ভাসিয়ে রাখি
আদিগন্ত বাতাসে-
কিন্তু কথা বলবে কে?
কথা রাখবে কে?


ফ্যাকাসে  চোখে দেখি
সবাই তো ব্যস্ত রয়েছে
কেউ ভাঙছে  ঘর- জানালা
কেউ ভাঙছে ন-এর নদী  


কেউ ধরছে টাকা
কেউ ধরছে জ্যান্ত মানু্য
কেউ ভাঙছে কথা,
তবে কথা রাখবে কে?


।। ।।  ।।  ।।  ।।