যাকে তুমি দেখতে পারো না
সে তোমার কেউ নয়,
অড, বেমানান
'হংস মধ্যে বক চ' -
দেখলেই জ্বলে ওঠো তেলে বেগুনে,
তখনি তোমার র ঘৃণা -ক্ষোভ -অসূয়া
যোদ্ধা হয়ে ড্যাং ড্যাং করে আসে
আর ওকে পরাজিত করে ক্ষণিক সুখ পেতে চায়।


সে তোমায় মায়াবী চোখে দেখলে
তোমার চোখ জ্বালা পড়া করে,
সে তোমার প্রতিবেশী হয়ে বসলে
তোমার পাকস্থলী গুলিয়ে ওঠে,
সে তোমায় আত্মীয় ভেবে ছুঁলে
ত্বকে তোমার হুলস্থুল ভূমিকম্প হয়।


আসলে তুমি ওকে দেখতে পারোনা
বিশ্বের অসুন্দর -
সে তার দোষ নয়;
দোষতো তোমার,
কেননা তুমি ওকে ভালবাসতে জানোনি
কেননা তুমি এ পৃথিবীকে ভালবাসতে পারোনি।


।।  ।।  ।।