গাছ নয়, বীজ হতে চেয়েছি;
ক্ষুদ্র কোনো বীজ -
হয়ত নামহী্‌ন কর্মহীন -
বাহুবল হীন।


তাই কোনো কোলাহলে নয়,
বড় রাস্তা নয়
নির্জনে সময় নিয়েছি।
অপমানে অভিমানে সয়েছি রক্তপাত।


জেনেছি সময় অনুকূল নয়,
তাই গুটিয়ে রেখেছি শাখা প্রশাখা
বীজপত্র - স্বপ্ন -
পরম্পরা - সব।


তবু স্বপ্ন দেখি
নতুন সকাল হবে একদিন
সত্যনিষ্ঠ - পৌরুষময় -
গাছ নয়, বীজ হতে চেয়েছি।


।।  ।।  ।।  ।।  ।।