""কখনো আমি স্বপ্ন আঁকি যদি,
স্বপনজুড়ে বিশাল একটা নদী।
নদীর উপর আকাশ ভরা নীল,
নীলের ভেতর উড়ছে গাংচিল।
আকাশছোঁয়া উঠছে শুধু ঢেউ,
আমি ছাড়া নেই অন্যকোথাও কেউ।
ধরো, কখনো হঠাৎ কাউকে আমি ডাকি,
বুকের ভেতর সুর তুলে দেয় ময়নাপাখি।
পাখির চোখে আঁকা বনের ছবি,
তোমার ছোঁয়ায় জাগে ভোরের কবি।
আকাশজুড়ে মিষ্টিপাখির সুরে,
বৃষ্টি ঝরে আমার হৃদয়জুড়ে।। """