যদি না পাই তোকে  
দিনে দিনে ক্ষীণ হোয়ে যাওয়া আবছা খততে স্মৃতির এসিড ঢেলে  
ক্লান্তিহীন ব্যথার মসাল জ্বেলে নির্বাসন বেছে নেবো অন্ধকারে,  
অপ্রাপ্তির বারুদ আগুনের লাল আভায় সানীয়ে নেবো
মরিচা ধরা বিষণ্ণ তরবারি আরও একবার  
বিচ্ছেদের পরিপাটি শ্মশান কাষ্ঠের শয্যায়,মারিজয়ানার সলতে ধরিয়ে  
বেস জম্পেশ মাতবো নেশাতুর মত্তে ।    
তুই ভাবিস নে সখা,আমি একবারও ঘুমব না তোর বিরহে,  
এক রত্তি মৃত্যু,এক আকাশ বেচে থাকার বিড়ম্বনা
আমি দুহাত ভরে নিতে চাই তিলে তিলে    
আমার হৃদয়ের ম্যাজিক বাক্সে এখনো ঢের জমা আছে
অনেক রঙ্গা নীল প্রজাপতি আকাশের লোভে-  
দুঃখ রুমালে কতদিন উরাই না সে সুখ  
নিরন্ন জীবনের পেয়ালায় অশ্রু বরফ ঢেলে পান করবো
প্রাপ্তির হেমলক সুধা ।
যদি তোকে না পাই ,তুই হবি দূরত্বের ক্ষত
আর আমি হব তোর  হিমেল অনল অবিরত ।