তোমার চোখের নীরব ভাষার আসক্তি
নয়ন গঙ্গায় অভিমানের জল  
খেয়ালী আবদারে স্পর্শে
নেশা-তুর আত্মসমর্পণ  
সোহাগী শ্বাসের আতর ঘ্রাণ  
সব,সব বুঝি আমি বহুদূর বসে থেকেও  ।  


তোমার উষ্ণ ওষ্ঠের পিপাসা
স্বপ্ন ঘোর অযুত রাত
সহস্র আলোকবর্ষ সম
কামনার তির্যক চাওয়া
মনোযোগের মাধুর্যে ঘেরা প্রেম বিলাপ
সব,সব বুঝি আমি বহুদূর বসে থেকেও।


তোমার অভেদ্য হৃদয়ের আনাগোনা
সুখ চক্রব্যূহে নিমজ্জিত কথোপকথন
প্রত্যাশার আগুনের ব্যবধান চুম্বন
কাব্য-ফুল ঝরা মাতাল হাসি
অধিকারে জন্মে স্বপ্নের বীজ
সব সব বুঝি আমি, বহুদূর বসে থেকেও ।


তোমার চেনা অচেনা খেলার রহস্য উঠোন
সর্বস্ব উজাড় ভালোবাসার কার্পাস শয্যা  
শরীর দেশালয়ে অনল ঢেউয়ের বন্যা
তিলে তিলে খাক হওয়া আমিত্ব বোধ
প্রেমময়য় অভিসারে আদরের নদী
ভরাডুবি হয় আমার দিব্য সুন্দর চাওয়ায়
শুধুই,দূর থেকে বসে আমি  
সব সব বুঝি ।