এলেই যদি,সময় সঞ্চয়ের দগ্ধো পুঁজি থেকে  
তপ্ত কিছু বিয়োগের ব্যথা মুছে দাও,  
স্বাদহীন জীবনের বাধ্য ক্ষুধা মিটাতে আমি ভীষণ ক্লান্ত,    
প্রেমের রংমিলান্তে পুলকিত হোক কিছু দুঃখ
আমরা শ্রাবণ সম্বল মনে ধরা দিক বসন্তের সুখ  
আমার কবিতার কান্নায়,মধু শব্দের প্রাণ ঢেলে দাও
সত্যিই,এলেই যদি জীবনে ।
এতো অবেলায়,এ পথিকের পথ চিনে চিনে এলেই যদি
মুছে দাও কিছু আজন্মের তাজা দীর্ঘশ্বাস
পাণ দুর্ভিক্ষ শ্মশানে আর একবার ফুটুক রজনীগন্ধা
রক্তের প্রশান্ত মহাসাগরে জ্বলুক কামনার আগ্নেয়গিরি
তোমার পদচিহ্ন এঁকে দাও আমার সবটুকু শরীর জমিনে
এলেই যদি,দিয়ে যাও আমায় দীর্ঘ প্রার্থনার স্বপ্ন উন্মুখ রাত  
অতৃপ্ত আত্মার প্রান্তরে তোমার ছোঁয়ায়
আসুক না হয় সন্ন্যাস পরিসমাপ্তি ।