হে সময় !
আমাকে একটু একলা হতে দাও    
কথা দিলাম, ফিরে আসবো বিধাতার বিভূতি মায়ার-  
হাজার রঙ ঢালা পথের চিহ্ন চিনে চিনে।  
সৃষ্টির সকল আরতির আসক্তি মাঝে আমি সত্যি  
কিছুদিন নিমগ্ন হতে চাই নিজেতে,  
যেথা প্রকৃতি নোঙ্গর ফেলেছে অপার সৌন্দর্যের ঘাটে
আমি হারাতে চাই সেই রঙ্গিন বন্যার স্রোতে  
মিশে যেতে চাই সেই স্বাধীন অমরত্বের রূপ বিমোহিত-  
শত রঙ কোলাহল জলছবির তৃপ্তির পরতে।  
আমাকে একটু একলা হতে দাও !  
চঞ্চলা পাখিদের গুঞ্জরনে মুখোর সুররাজ্যে
যেথা মধুরব ঝঙ্কারে মহীরুহে ঝড়ে হাজার রঙ্গা সুখ,    
ধরণী গালিচায় পরে থাকে তার মায়া রাশি রাশি
গগণ নীলে রংধনুর লজ্জায়,মাতে রোদ্দুরের আতশবাজিতে  
প্রেম প্রকৃতির সুদ্ধ অলঙ্কারে আমি ভাসিয়ে দেই
সকল ক্লান্তি, অপারগতার ক্লেশ
আজ আমি একটু একালা হতে চাই ।