বড় বেশী অচেনা এ পৃথিবী,ঘিরে আছে আপন অক্ষমতার আস্টেপিস্টে    
চেনা রঙ চেনা রূপ তবু প্রান্তর জুড়ে ঘিরে আছে যেন অচেনা এক শিষ্টে    
শত ইতিহাস গিলেও,শব্দের নিদারুণ নকশীকাঁথায় শুধু আত্ম কথন শ্লোক    
জীবন সংগ্রামে অজস্র সম্পর্কের লাশ এখন,নাবোঝাবোঝি বাজ পাখির ভোগ        
ভ্রান্ত উদারতার মহত্ত শ্মশানে চলছে এক নিছকবাজীর আড্ডা,উল্লাস,মাতম      
মেনে নেয়ার বাধ্য বিষাক্ত অমৃত খেয়ায়,পারিদেই মান নামক অসম্মানের সম্ভ্রম    
অসময়ের বাঁধনে বন্দি এ সময়,আত্ম-ব্যঞ্জনায় পুড়তে হয় সীমাহীন উত্তাপে
বিশুদ্ধ সরবোরে নাইতে এসেও অমানুষিক,মানুষ থাকে অপ্রাসঙ্গিক অধিক চাপে,      
সম্পর্কের অস্তিত্বহীনতার অমানিশার আঁধারে তবু,নির্লজ্জ সূর্যের দীর্ঘকাল আয়ু    
সহস্র বার,অভিনয়ের আয়না মঞ্চে অনেকেই পরাজিত,ঘৃণ্য প্রতীয়মান,তবু দীর্ঘায়ু      
অবশেষে,মগজের ক্ষয় সর্বস্ব নিমগ্নতায়,আসক্ত হয় তামাকের ধোঁয়ায়,শয্যা প্রান্তে
অযাচিত বারুদের পালঙ্কে,ভালোবেসে আপন সখা, দেয়াশলাই জ্বালে আপনই অজান্তে ।