উদ্বেগ চিন্তার অবগাহনে অশান্ত আলোড়ন মন    
আত্মায় বেচে থাকার এমনই মিথ্যে প্রলোভন,    
যাতন প্রান্তর চষে, অসহ্য আঁধার সয়ে-  
আমিত্বের অস্তিত্ব বিসর্জন প্রায়, তবু    
আমি কলম ধরে আছি ।
বিভ্রান্তির নরক সুধায়,চেতনার জরাগ্রস্ত কুণ্ঠায়  
শত নিস্তেজ জোছনার উত্তাপ গায়ে পুড়িয়ে  
বিষণ্ণ শব্দাবলীর আকুল ব্যাকুলতা নিয়েও  
মৃত্যুঞ্জয় স্পৃহা তিলে তিলে রক্তে জ্বেলে  
আমি কলম ধরে আছি।  
বিশ্বাস ক্ষয়ে যাওয়ার এই ধরণী
মাঝরাতে ডুকরে কাঁদে চাপা স্বরে
অপূর্ণতার আহাজারি বুকে চেপে,  
লক্ষ্যভ্রষ্ট স্বপ্নের তির, বিঁধে থাকে সময়ের বুকে,    
বিক্ষত হয় মাটির শরীর,এই ভাবেই।      
মানুষ পুঁজি, জুলুমের টইটুম্বুর থলে কাঁধে-
চলছে সকলই নির্লজ্জ বসনে,  
হিংসা আর পাশবিকতায় লঙ্ঘিত,মানবতার দেয়াল,      
নৈরাজ্যের দাপটে,স্তম্ভিত বিবেকের রাজা,
আমি শ্বাসরুদ্ধ বৃত্তের নরকেও  
কলম ধরে আছি ।
ক্লান্ত পরাস্থ হাতেও অভিলাষ চূর্ণ দশায়
কিছু যদি লিখে যাই আশার কালিতে,চেতনা-মত্ত অক্ষরে  
প্রজন্ম খুঁজে নেবেই মাটির উর্বরতা  
হয়তো পাবে অমানুষিক সভ্যতায়,মনুষ্যত্বের জন্ম বীজ  
সভ্যতার খোলসে অসভ্য দিন শেষ হবে কোনদিন  
আমি কলম ধরে আছি ।