কে বলেছে আমি নেই ? নিজেকে প্রশ্ন করো?  
জ্বলে আছি তোমার গহীন অনুভূতিতে, দিবা রাত্রি  
আমিই আছি,ধীর প্রণত তোমার অস্তিত্বের চেতনায়  
অমেয় আকাঙ্ক্ষার মধ্যরাতে অথবা শুভ্র প্রভাতে
নয়তো কোন নিথর কল্পনার বিষাদে, ভেবে দেখো  
আমিই তো আছি ঠাই দাঁড়িয়ে, তোমার রক্তের সৈনিক সেজে ,
কে বলেছে আমি নেই ?
কাশফুলের শুভ্র দোলাচলের খেলায় অথবা নদীর কূল ভাঙ্গা কষ্টে  
নয়তো বালির ঝলকানির মেলায়,স্মরণের গালিচা খানি
আমি সত্যিই জানি,আমি সবচেয়ে বেশী আছি তোমাতে,
পাঁজরের আকাশ জুড়ে ওড়ে যে বিহঙ্গ লঙ্ঘন করে সব সীমানা
যেথা স্পৃহার নিঃশ্বাসে ভ্রমণ করে মন, দিকবিদিক  
সরত হেমন্তের ডগো-মগো পূর্ণ সুখের সন্ধ্যার শূন্যস্থান জুড়ে
প্রমিত,আমি জানি, তোমার মন ও মগজে আমিই আছি ।  
স্বপ্ন সঞ্চালক নই, নই আয়ুজ ব্যাকরণ বিশ্লেষক, তবু  
তোমার প্রেম জল নৃত্তের বিবিধ কৌশল জেনেই বলছি
আমি সবচেয়ে বেশী তোমাতেই মিশে আছি ।