সুখ আসে না, দুঃখ আসে কেনো ?সকল রজনী নিদাঘ প্রবাহে,  
আমি যত কাছে টানি প্রেম ততো দূরে সরে যায় নিখিলের
হৃদয় শোণিতের ফিনকী ঝরা ঝর্নায় মূর্ছিত হয় ভালোবাসা
বার বার ছিটকে পরি ব্যাকুলতার অব্যাক্ত তপ্ত সরবরে  
সফেদ অন্তর জমিন ক্ষত বিক্ষত হয় আঘাতে আঘাতে
চির ধরে মায়ার মহীরুহে,কুঁড়িতেই বিনষ্ট করে শান্তিলতা      
বর্ণমালার অথৈ জলে হাবুডুবু খায় আমার যত প্রনয়,
অবশেষে,সুখ আসে না, দুঃখ আসে ফিরে ফিরে ?