যা দেখছো, এ আমি নই, আমার নষ্ট ছায়া
অসঙ্গতি জন্মের বেঁচে থাকা নির্লজ্জ মায়া    
আমি অভিনয়ের ভূষণে, বহু রঙ্গমঞ্চে ব্যবহৃত  
-অসতী পুতুল এক,
তোমার প্রেম আমার ভিক্ষা, পেটের জ্বালা মেটানোর একমাত্র দীক্ষা,    
তোমার সান্ত্বনা নিষ্প্রয়োজন আমার,  
আমি নির্বিঘ্নে শ্বাপদের ঘরে বেড়ে ওঠা অভিষিক্ত পোষ্য
আমি দুঃখ মাদকে প্রমত্ত সত্ত্ব, উপেক্ষার প্রেম অনলে ভস্ম
তোমার করুণা নিষ্প্রয়োজন আমার ।
আমি দর কষে কষে হাত ভরে নেই অধিক্ষিপ্ত ভালোবাসা  
আমার দেহের লিপ্সায় নিমগ্ন অগণিত খদ্দেরের চুমুতে ঠাসা  
আমি গণিকা রাজ্যে সুখের বিক্রেতা,নেই কূল নেই জাত  
যদি ক্ষুধা থাকে কাম-বাসনার তবেই বাড়াও হাত,  
তোমার সহানুভূতি নিষ্প্রয়োজন আমার।
আমি সারা রাত্তির জেগে বসে থাকি বিস্কুট পেটে পুরে,  
আমি দীপ্ত করি প্রেম চৈতন্য, যাতনা উপেক্ষা করে  
কামানল তৃষ্ণা কুড়ে কুড়ে খায় আমার শরীর জুড়ে  
তোমার অশ্রু নিষ্প্রয়োজন আমার ।
যদি চাও বিনিময় হোক শরীর দিয়ে টাকা
বাধ্য আমি চলছে জীবন প্রাণটা জিয়ীয়ে রাখা  
তোমার মায়া নিষ্প্রয়োজন আমার ।