প্রাণ মহীরুহে দুঃখ জন্মে রাশি রাশি বিভাবরী বৃন্তে
নির্ঘুম পুঞ্জ ধোঁয়ার কুজ্ঝটিকা আঁধারের রচিত এ শ্লোক
হৃদয় কন্দর বৃত্তে শোক স্নাত মাতম জাগে ক্ষণে ক্ষণে
নিঃস্পৃহ সুখ বাঁচি অমানুষিক বিশীর্ণ বাঁচার নিষ্ঠুর আদলে
প্রত্যয়হীন অস্থির আস্তীর্ণ জাল বিস্তৃত কুহক মায়া জালে
প্রেম কেবলই মরীচিকায় সন্তরণ অশেষ অগম্য আঁধারে
ভরসার কঙ্কাল ভস্ম,স্তম্ভিত স্বপ্ন নাশের ক্ষীণ কলস্বরে
আপন প্রাণ দগ্ধো তবু,তিলে তিলে তীক্ষ্ণ খঞ্জর স্মরণের
আয়ু চায় প্রস্থান অনুমতি জীবনের দীক্ষার পারাপার ভুলে
অমানিশা ধায় দফায় দফায় কাঁচা অস্থায়ী মেরুদণ্ড মাস্তুলে।