বন্ধনগুলো ভেঙ্গে যাচ্ছে
অদৃশ্য হিংসের সাপ
সুখগুলো চেটে খাচ্ছে
বন্ধনগুলো শঙ্কিত বড় আজ
নাজানি কখন মারবে ছোবল
অবিশ্বাসের বাজ ,
বন্ধনে খুব আপন ছিলো যারা
দিন যত যায় স্বার্থের লোভে
দূরে সরে যায় তারা
বন্ধন ভুলে বন্ধুর সব পথ
যেদিকে তাকাই অকূল পাথার  
প্রতিশোধের শপথ ,
বন্ধন আজ হতাশার রঙ্গে আঁকা  
খুনসুটি বায়ু ব্যবধান ঘুড়ী    
আকাশে মেলেছে পাখা
বন্ধনগুলো সংঘাতে বিকৃত  
সময় নিয়েছে দায়ভার তার
ভালোবাসা পরাজিত ।