দিনে দিনে মানুষের পরাজয়ের ক্লেদাক্ত শরীর
অবিশ্বাসের অভেদ্য দেয়াল ঘেঁসে দুঃস্বপ্নের সৌধ গড়ছে
নেতিবাচক চেতনার বিনিসুতয় বুনছে দুর্বিপাকের নক্সা
সন্দেহের ফানুস উড়ছে আকাশে বাতাসে অবলীলায়
যতদূর চোখ যায় নৈরাজ্য প্রেক্ষিত আর অসংলগ্ন গীত  
প্রাণ শোষক নৃপতির শোষণে মজলুমের সকরুণ রোদন
এ মানব ধরাতলে সুখ আজ অসুখের খাঁচায় অন্তরিন
এ যেন নিরাশার কুজ্ঝটিকায় আচ্ছন্ন শক্ত মলাটে বাঁধা  
নির্মম বিষাদের অশেষ অনন্ত চলতে থাকা আশ্চর্য এক এলবাম ।