তোমাকে মনে পরবে
অনুশোচনার চাদরে ঘেরা বিক্ষত মনে
অক্ষি মঞ্জুরি প্রেমের পুলক চাহনি শূন্যতায়
হে সুন্দর সম্রাজ্ঞী অঙ্গনা প্রেয়সী অতলাবতী
তোমাকে মনে পরবে ।
প্রভাতে সরষের রূপ প্রভা বিমোহিত ক্ষণে
অথবা নৈশব্দের শিহরণে সুনিবিড় ভালো লাগায়
অষ্টাদশীর পূর্ণিমায় জল্পনার নিরবধি স্রতো-ধারায়
হে পুণ্যি সাবিত্রী অপরাজিতা অপ্সরী আমার
তোমাকে মনে পরবে ।
অতৃপ্ত বসন্ত গোধূলিতে যেথা মৌন অন্তরীক্ষে এঁকে যায়-
জীবন ক্লান্তির পরাস্ত স্মৃতিবিজড়িত মুখচ্ছবি,
অশ্রুকণায় সমর্পিত,নতজানু হয়ে স্মরণের দ্বারে
হে মুক্ত বিহঙ্গী সুদর্শনা চপলা চাতকী আমার
তোমাকে মনে পরবে ।
অভিলাষের চিরচেনা চির অচেনা ঘ্রাণের প্রাচীর ভেদে
প্রেম যেথা ছাড়ায় কামনার অবিরাম বহ্নি শিখা
সেই প্লাবিত তপ্ত বন্যার ধারায় নিজেকে ভাসিয়ে
আশার অসম ব্যবধান চূড়ায় আমরণ আক্ষেপ গুনে
হে অদম্য ভালোবাসা আমার
তোমাকেই মনে পরবে ।