চতুরতার চিলেকোঠায় হিংসের ঘুড়ি উড়াও কেন
তোমার আঘাতে দগ্ধ এক আকাশ তারা  
আমি যদি তোমাকে ক্ষমা করি, তবে-  
আমার শব্দ গুলো আমাকে অভিশাপ দেবে
কলমের আঘাতে আমি তোমাকে রক্তাক্ত করবো
অপেক্ষা করো, অদম্য ক্ষোভ আজ নির্ভয়ে-  
ফরিয়ে দেবে সব ব্যথা,তুমি আছড়ে পরবে আস্তাকুড়ে
তোমার রচিত স্বার্থ কুটিল ভূমিতে,হবে তোমারই যাবজ্জীবন  
সর্বভূত স্বস্তির শ্বাস নেবে এই মাটির ধরণী জুড়ে
অপেক্ষা করো,আমার শব্দ গন্ধেশ্বরীর ত্রিশূল বিঁধবে বুকে
ঝরে যাওয়া নক্ষত্র আবার শোভা পাবে হিংসে-হীন আকাশে
পরাজিত হবে তুমি, জয় হবে শব্দের জয় হবে
এক আকাশ নক্ষত্র-সম কবিদের ।