চোখ পরলো, চারি দিকে স্বপ্ন স্নেহ বেষ্টিত একটি ভূভাগে  
স্তব্ধ দাঁড়িয়ে ডুবে গেলাম তার মায়ার আবেশে,কল্পনায়      
বুঝি,শক্ত মায়ার স্বজন দারা গঠিত তার প্রতিটি কণা    
অযাচিতের প্রবেশাধিকার সংরক্ষিত,প্রেম সৈনিক দারা  
বাতাসের বিনম্র বিমোহিত বেগ সুরের মূর্ছনায় খেলছে
আকাশে শুভ্র মেঘেদের খেলায়, সুখের আড়ম্বর ছড়ানো  
প্রতিজন প্রতিজনের অন্তরঙ্গ অন্তরতম সুখের অংশীদারি
বাক শালীনতার মহুয়ায় মুগ্ধ ও নিরাপদ প্রতিটি অধিবাসী    
এ যেন এ ধরণীর বুকে অলৌকিক পবিত্র এক সর্গ ভূমি  
আমি মুগ্ধতার চাদরে নিজেকে জড়িয়ে,পা বাড়ালাম ধীরে  
আহ্লাদে মহানন্দ সুখ ছুঁয়ে দেখবো বলে,কল্লোল বিলাসে  
হাজার গন্ধী মাটির সুবাসে সূর্য প্রভার রঙ্গিন ছন্দে,গন্ধে  
আমি চলছি আর বলছি,একি বাস্তব নাকি শুধুই ভাবনা  
নাকি যা ভাবা যায়, তার অনেকটাই মেলেনা সত্যিতে
আমরা সবাই বেঁচে থাকায় হব চিরদীনের চিরো ধন্য
আর কবে ? শুধুই প্রেম আর সম্প্রীতি হবে অগ্রগণ্য ?
আমি চলছি, আর বলছি একি সত্যি নাকি ভুল  ?