পৃথিবী থেকে পাওয়া
কষ্টের বদ্ধ জলাশয়ে এক দিন,
ঘৃণার ঔরসেই জন্ম নেবে    
মানব হিংসা বিধ্বংসী শক্তি সেল
ফুরিয়ে যাবার আগেই কেউ পুঁতে যাবে  
সর্বগ্রাসী নিপাতসিদ্ধ হুমকির অতলে  
মানব অহংকারের ধংসবীজ
শুদ্ধচিত্তে মানবাধিকার দাঁড়াবে
অনিদ্র-অতন্দ্র- প্রহরী হয়ে ।  
তারপর  
মনুষ্য ডি এন এ-তে পাওয়া যাবে
শুধুই ভালোবাসার নীল অণু  
নিউক্লিয়ার সেদিন প্রাণ নাশক হুমকি নয়
হবে অবিনশ্বর প্রীতির আনন্দ-সুখ
মানুষের জন্য পৃথিবী হবে নিরঙ্কুশ অভয়ারণ্য  
নব্য আবিষ্কৃত ধ্বংসের লীলা ভূলে
এ জমিন হবে ভরসার উৎসভূমি ।
হয়তো সেদিন
আজকের এই পরাজয় জন্ম দেবে
কোন এক চিরজয়ী ভালোবাসার ।