কতকাল দেখা নেই আমাদের
পুরনো অভ্যাসে প্রেমের পাণ্ডুলিপি খুঁজে
কতকাল দেইনা ছুঁড়ে আদরের শব্দমালা  
পূর্ণিমায় আলোর মিছিলে
স্পর্শের মাদকতায় হারিয়েছি দুজনে কত রাত
কত বর্ষার শ্রাবণ শিহরণে
ভালোবাসার সিঁড়ি বেঁয়ে ছুঁয়েছি আকাশের ছাঁদ    
বাসনার তৃষ্ণা নিয়ে মুহূর্তেই পারি দিয়েছি একশত নদী  
হাজার বছর ও রাত ।
কতকাল দেখা নেই আমাদের
কতকাল দেখি না সেই চোখের ব্যাকুলতার  
স্বল্পায়ু সুখের পেয়ালায় পারি দেই আমরণ আকুলতার ।