মাঝে মাঝে অস্থিরতা বাঁধ মানে না
জীবন জুড়ে ক্লান্তি তবু ঘুম আসে না
যখন তোমায় পাশে রেখে পথ চলেছি
সময় ছিলো পিছু ধেয়ে হার মেনেছি
এখন আমার অষ্টপ্রহর কাটে একা
হাত বাড়িয়ে থাকি তোমার পাইনা দেখা
তোমার চলে যাওয়ার ব্যথা সঙ্গোপনে  
বুকের মাঝে লুকীয়ে কাঁদে গহীন কোণে
পায়না প্রকাশ সে ব্যথাটা কারো কাছে  
তুমি ছাড়া এমন ব্যথার কি দাম আছে
হয়তো তুমি জানবে সবি অভিমানী
যখন আমায় বিদায় দেবে এ ধরণী
সে দিন আমার ব্যথা গুলো তোমার হবে
অনুতাপের অশ্রু জলে ব্যস্ত রবে
তোমায় ঘিরে আমার যত কষ্ট আছে
যাচ্ছি লিখে রেখো তুমি তোমার কাছে
ভেবা নেবো যা দিয়েছো অনেক পেলাম
তোমার জন্য ভালোবাসাই রেখে গেলাম ।