আজ তোমার সামনে দাঁড়িয়ে বাক যুদ্ধ হবে
নাকি ভালোবাসা জানাবো তা নিয়ে ভাবতে হয়
আমার হাতের ফুল তোমার খোপায় সাজবে
নাকি ক্রোধ বারুদের গন্ধে ছিটকে যাবে সকল আবেগ
বিশুদ্ধ সন্ধ্যার কোলে তোমার কপালে আমার চুম্বন
নাকি অবিশ্বাসের গর্ভে জন্ম নেবে আরও কিছু ঘৃণা
তোমার স্পর্শকাতর বানি আমায় টেনে নেবে আশ্চর্য ক্ষমায়      
নাকি অসংযত প্রলাপে বাড়বে ব্যবধান আমি জানি না  
নৈসর্গিক প্রেম-মুগ্ধতায় নিজেকে ছুঁড়ে দেবো তোমার পানে
নাকি দুজনের রচিত অশ্রু নদীতে দেখতে হবে যন্ত্রণার সাফল্য
বিপর্যস্ত বিশ্বাস কি খুঁজে পাবে দ্বিধাহীন ভালোবাসার জমিন  
নাকি পরা-বাস্তবতার আঁধারে পথ হারাবো বেথার চোরাবালিতে  
চিন্তার জটিলতায় অন্তর্মুখী প্রেম প্রকাশ হবে  
নাকি দুঃখ ঘন আকাশে অব্যক্ত বর্ণমালার ঘটবে উচ্চারণের পরাজয়   ।
তোমার আমার  প্রতিদিন একটু একটু করে ভেঙেছে সংহতির পার
দূরত্বের ছোবলে বিষ ছড়িয়ে পরেছে সমঝোতার শরীরে
দেখা হবে কি না জানিনা,
দ্বিধা অস্তিত্বের সমতলে আমি এখনও যাচ্ছি এগিয়ে
আছে হাজারও প্রশ্নের ঝুলি, যাই হোক পরিনতি
শুধু চাই দেখা হোক, বেবধান থাক তবু কিছু কথা হোক।