আমি আশার  প্রলেপ গায়ে মেখে হাঁটছি যে পথেই  
সেই পথেই ছড়ানো পরাজয়ের কাঁটা লতা
তাতে কি, যতবার দগ্ধো হই ততবারই ভাবি    
দুর্ভাগ্যের দুর্মুখেরা যতই তাচ্ছিল্যের হাসি হাসুক
নিয়তির  মানচিত্রের অঙ্কিত অনিবার্য  কষ্টের দিন আর বেশি নেই  
আড়ষ্ট চেতনার অন্ধকারে হাতরে যাই স্পিহার আলো  
দূর দিগন্তে অপস্রিয়মাণ আকাঙ্ক্ষার ছায়ার হাতছানি
চৌচির মনোভূমি, আকাশে শকুনের লোলুভ উপস্থিতি  
শোক স্তব্ধে স্তম্ভিত বাক্যরা ঘুমিয়ে পরেছে ক্লান্ত হয়ে      
সহ্যের বিশালত্বের পরমানন্দে আমি রিক্ত যেন  
বাষ্পীভূত গ্লানির সম্ভাষণে আমি মত্ত, চলছি-শুধুই  
নশ্বর দেহ আর অবিনশ্বর আত্তা নিয়ে শুধুই চলছি ।