সেই দিন
বিজিত সাম্রাজ্য বিলীন হবে অন্ধকারে
পশ্চিমের সূর্যোদয় অস্ত যাবে
পূর্বদিকের আকাশে  
তেজী সূর্য নিষ্প্রভ হবে পৃথিবীর  
দূর গগণে নক্ষত্রের খসে পরা আর
সমুদ্র উত্তাল যেন রাক্ষুসে চোখের চাওয়া
অবাক করবে মানব চক্ষুদ্বয়
ভূপৃষ্ঠের জমিন হবে মাতালের রাজ্য
অগ্নিপিণ্ডর ধাওয়ায় ব্যস্ত পৃথিবীর জীব
ক্লান্তিহীন ছুটবে বাঁচার আশায়
গর্ভবতীর গর্ভপাত সেদিন বলে দেবে  
আজ সেই দিন।
পৃথিবী থেকে সঞ্চয় আর লালসার ফসল  
বিধাতার দূরবীনের জালে আটকা ত্রুটি
এবার ধরা দিবে নির্ভুল খাতার পৃষ্ঠায়
তারপর গণনা হবে নিরঙ্কুশ    
কাঁধের ডাইরি হাতের মুঠোয়  
কে আছিস যত রাজ্য রাজাদের দল,
অপূর্ণতায় ক্ষুধা মেটেনি এবার কি নিবি, বল ?
যে মিথ্যা সম্ভোগ আর না জানা সমীকরণে  
হাবুডুবু আর চড়ুইভাতির দিন, তা আজ পেছনে    
বিরতিহীন জবাবদিহির পালা
আজ জবাবদিহির পালা...।।