চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে
পৃথিবীর রাত্রি গুল এখন আরও বেশি কালো
যে ফুল গুল ফোটার কথা ছিল
তা মন তৃষ্ণা না মিটিয়েই শুকিয়ে গেছে
হোঁচটের আঘাতে নখের ঘা পচনের অপেক্ষায়,
আর কত পথ এ ভাবে এ আঁধারে ?  
শুক-তলী পিচগালা হয়ে গেছে পদতলে তবু  
আলো এসে ধরা দিলো না এ পথে ।  
চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে
প্রকৃতি গুটিয়ে নিয়েছে মায়ার হাত
কর্কশ,এমন নশ্বর পৃথিবী যেন
ওঁত পেতে আছে সর্বভুক খুধা নিয়ে
বেসামাল স্বপ্নের ভিড় দিকবেদিক অথচ  
এতোটুকু কমেনা হতাশার দান  
যে ক্ষরণে প্লাবিত সকল প্রান
সে প্লাবনের ছায়ায় ঢেকে গেছে চাঁদ  
চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে  
চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে