আজ বহু দিন পর হাতরে দেখি
আমার কবিতার অক্ষর গুলোতে
অনাকাঙ্খিত অবহেলার ধুলো আর তা
বিষণ্ণ মাকড়শার জালে জর্জরিত,
আজ বহুদিন পর লিখতে এসে  
নিজেকে খুঁজে পাই পরাজিত কবিতার কাছে ,    
শব্দের অবহেলিত খাতায় আক্ষরিক ছোঁয়া রাখতেই  
ছন্দের পরিহাস, অভিশাপের জ্বালা-  
আছড়ে পড়ছে আমার পানে ,  
আজ বহু দিন পর আরও একবার
অভিশপ্ত হয়ে কবিতার কাছে নতজানু
আমার কিছুই বলার ছিল না  
কিছুই লিখতে পারিনি আমি
আজ নিজেকে দেখেছি কবিতার আয়নায়
পরাজিত কবি হয়ে।।