মৃত চেতনার স্তূপ পরে আছে এক পাশে
অথচ মানুষগুলো দ্বিধাহীন হেঁটে যায়
দাম্ভিক সব পা ফেলে পৃথিবীর বুকে,
হে প্রজন্ম, কিভাবে শোধ দেবে অতীতের ঋণ ?
কোন জ্বলে ধুয়ে যাবে তোমাদের করতলের রক্ত,
আর কত, বলো আর কতো উদাসীন হতে পারো
নোনা জলকে আতর ভেবে গর্বিত পোশাকে,  
সময় কি হয়নি ফিরে তাকাবার মায়ার চোখে
বেহায়া নগ্ন বেস যদি তোমাদের অলঙ্কার হয়
তবে জেনে রাখো ভুল ভাঙ্গবেই,
আঁধার কেটে আলো অনিবার্য আসবেই
অপেক্ষায় থাকো, অপেক্ষায় আছে মহাকাল
তোমাদের ভুল ভাঙ্গবেই ।