এখনো জীর্ণ হয়নি অনেক স্মৃতি
ফলেনি ফসল ধুধু প্রান্তর জুড়ে
ভালোবাসার ক্ষর দুপুরেও  
ক্লান্ত কৃষক নিঃস্ব ভূমিতেও খুঁটে নেবেই প্রেমের ফসল    
তাই প্রত্যাশার অলংকার হৃদয়ে গেঁথে
সে চাষ করবে স্বপ্নের।  
এখনো এক জোড়া চোখ বিদীর্ণ নয় তার
আকাঙ্ক্ষার প্রদীপ রাতে কেউ
প্রস্ফুটিত ক্ষেতে ছিটিয়ে দেবে স্নেহের কীটনাশক  
ভোর হবে প্রেমের ভরসায় -  
ভালোবাসার সূর্য কিরণ মেখে ।


শপথের মশাল জ্বেলে এখনো দাঁড়িয়ে সে
যদিও প্রান্তর জুড়ে হাহাকার পরে আছে  
চেয়ে থাকা আঁধারের আর্তনাদে -  
নিত্যই সবুজ মাঠ পুড়ে করে ভস্ম, যেখানে  
আকাঙ্ক্ষার উত্তাপ বাড়ায় মনো শূন্যতা
কষ্টের  বিনিময় পায় শুধুই কান্না    
প্লাবিত হয় চোখ স্তব্ধ জমিনের বুক চীরে
তবুও – গর্বিত ফসল ফলবেই চির বিদায়ের আগে ।  

স্বপনের ফাকা আস্ফালনেই স্বপ্ন দেখা,  
ক্ষুধার মিছিলে প্রজ্জলিত প্রতিজ্ঞার আশ এতোটুকুই  
স্মৃতি গুলোই ফসল ভেবে ঘরে তুলা, তাইতো      
এমন শ্রমের পারিশ্রমিক চেয়ে, নিঃস্ব হতে নেই  
অবজ্ঞার চেতনা গৌণ করে কৃষক
বেঁচে থাক তার নিমজ্জিত কামনায় ,বেঁচে থাক অভিলাষে
চাষ হোক স্বপ্ন, চাষ হোক ভালোবাসা...।।