এ শহরে অনেক বেচা- কেনা চলছে  
স্বল্প অথবা দীর্ঘমেয়াদী লেনদেনে কে কতটুকু সফল  
তা মুখ্য নয়, সত্য এখানে গৌণ এটাই মুখ্য মূলধন।  
দ্বিপাক্ষিক আলোচনার সভা বাক্ -পটুতায় পরিপূর্ণ    
যেনো, দুর্লভ কাব্যে সাজানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এক।  
অভিনয় আর মিথ্যের পৃষ্ঠপোষকতায় সাজানো গল্পটির সমাপ্তিতে  
লাভ বা লোকসান যে পক্ষেরই হোকনা কেন -  
দিনে দিনে মানুষ যে একে অপরের বিশ্বাসের পিঠে  চাবুক পেটাচ্ছে ক্লান্তিহীন তা নিশ্চিত
সরলতার মুখোসকে পূঁজি কোরে ভীত গড়ছে অবিশ্বাসের, কে খোঁজ রাখে তার।  
উদ্দেশ্য একটাই অর্থ চাই, অর্থ চাই,অর্থ চাই...
সম্পর্কের বাঁধ ভাঙ্গছে,সঙ্কুচিত হচ্ছে ভরসার জমিন
পৃথিবীর শ্রেষ্ঠ জীব পরিণত হচ্ছে সবচেয়ে অবিশ্বাসী হয়ে,  
এমন প্রাপ্তির ঋণ শোধ করবে কে, কেউ জানেনা ।  


আমি এ শহরেরই একজন, বড় বেশি বেমানান, নিরুপায়,অক্ষম  
এক একটা উপলব্ধির ঝাপটা ক্ষত বিক্ষত করছে
তবু অমানুষিক বেঁচে থাকছি বাঁচার ক্ষুধা নিয়ে
চড়াই উৎরাইয়ের এ জীবন কাটছে এই ভেবে –
সব কিছু শেষ হয়ে যায়নি , হয়নি দেরি
বৃত্তে বন্দী এ মনের  বিস্তীর্ণ মাঠে স্বস্তির বীজ  ছড়াবেই একদিন  
  অস্তিত্বের শঙ্কটেও জর্জরিত বিশ্বাসকে
একদিন মানুষ ফিরিয়ে আনবেই দৃঢ়তার ঠিকানায়      
এতো কিছুর পরও আশাহত নই বরং হাত বাড়িয়েই আছি ,  
  নতুন কিছু হবে , নতুন কিছু পাবো
এ যেন গন্তব্যহীন তবুও পরিবর্তিত কোন গন্তব্যের আশায়...।।