আমার অনুপ্রয়াস ছিল তোমাতে মিশে যাবো,  
এতোটা ভাবিনি যতটা ডুবেছি অতলে
কিছু কবিতা বাঁচুক তোমার অভিমানী দুচোখে-  
শুধু এটুকুই আমি চেয়েছিলাম ,
ওহে সুদূর-পিয়াসী আমার আমিত্বের ভরাডুবি হয়েছে-  
তোমার প্রেমো চৈতনের জোয়ারের আশকারায় ,
আমার বুকে সহস্র রক্তকরবীর মাতাল ঢেউ সুভাস
তৃষাতুর রাতের কলমে কাব্যের অজস্র শাব্দিক কলরব  
সুখের উদ্যানে দিকবিদিক ক্লান্তিহীন উন্মাদ পদচারণ
সব,শুধুই তুমি তার একমাত্র কারণ।  
মিশে যাবো এতোটা ভাবিনি নির্দ্বিধা চিত্তে -  
যতটা আজ আমিতেই নেই আমাতে, তার চেয়ে বেশি তোমাতে ,  
ঐযে আকাশ নীলের সাদা মেঘেদের দুধ শুভ্র আলিঙ্গন
খা খা শূন্যতায় বরষার পরে রংধনুর আতশবাজি    
বুক পাঁজরে চন্দনা স্রোতে অবিরাম ছুটে চলা রূপালী ঢেউ
বুকের অন্তর্বাস শ্বাসের পরতে পরতে উচ্ছ্বাস বিদ্রোহ
সব, শুধুই এমন ডুবে যাওয়া তোমার অতলে খুব সন্তর্পণে  
ডুবে যাওয়া তোমার তুমিতে ধীর নিমগ্নতায়  
নিজের অজান্তে, নিজের লাগামহীন শেষ প্রান্তে
পাগলা ঘোড়ার  বিশ্বস্ত জীবন দান  এক  
দুজনের এমন নিমজ্জনে লিখা হোক আমাদের সখ্য পুরাণ
লিখা হোক  সমন্বয়ে মনোরথ কাব্য বিধান এভাবেই
মিশে যাওয়া চিরদিনই ভালো
সর্বস্ব সর্বস্বান্ত হয়েও এমন সুখ সর্বনাশেও ।