জীবন রাক্ষস, জিব দিয়ে চেটে খায়
মনুষ্য সুখ ললিপপ,আর
উচ্ছিষ্ট দুঃখ কাঠি ছুড়ে দেয়
সময়ের ব্যস্ত ডাস্টবিনে,
কাঠির গায়ে লেগে থাকা সুখের-
চিটচিটের অংশে মুখ দেয় মানুষ নামের প্রাণী,আশায় নিয়ে,
এ যেন, প্রাণসঞ্চারের মন্ত্রপূত বেঁচে থাকার শেষ জিয়নকাঠি
এ যেন শেষ সম্বল, শেষ শ্বাস ফুরনোর আগে ।