সব দেবো, হাতের চুড়ি নাকের নথ খোঁপায় রজনীগন্ধা,
বেলি ফুল অথবা অন্য কোন সুবাস গন্ধী পুষ্প রাশি রাশি
কবিতার মিছিলে উত্তাল একশটি উপমা,নিশ্চয়তার সঙ্কটে দৃঢ় হাত
ত্রস্ত আঁধারে সাহসী হাজার আলোর দ্বিধাহীন প্রণয়ী ভালোবাসার ছোঁয়া
শুধু আমার আমিত্বকে চেয়োনা কোনদিন ।
সব দেবো, উজাড় করে যত টুকু চাও তার চেয়ে অধিক
দুর্লভ প্রেম অভিসার,অমরত্বের চৈতন্যে জ্যোৎস্নাডুবা বিভা ক্ষণ
শরতের বিকেলে অনন্ত মেঠো পথ,বর্ষার শীতলতায় উষ্ণ ওম
শৈল্পিক পারাপারে সীমাহীন আদরের রঙ তুলির আঁচর ঝড়
সব তোমার জন্য, সুধু আমার আমিকে দেবনা বিসর্জন ।
ঐ যে অবিরত সূর্য আলোর বর্ণাঢ্য মেলা,তার যত অশেষ খেলা
তুমি হবে তার সুর উৎস সুখ,উদ্বর্ত অনন্ত নন্দিত এক পাখি
অক্ষর বন্যায় আমি সাজাবো তোমায় তিল তিল রংধনু রঙ্গে
না পাওয়ার আহুতি ভুলে তুমি নিমগ্ন রবে আশার স্বর্গ গালিচায়
নিখিলের অপূর্ণতার সব পূর্ণ হয়ে ধরা দেবে তোমার পদ তলে
শুধু,যেটুকু আমার আমিতে মিশে থাকি কিছুক্ষণ,সেটুকু দেবনা
কখনোই চেয়োনা এমন চাওয়া,কখনোই যা যায়না দেয়া সর্বশেষেও ।