ধীরে এসো, আরও ধীরে  
এতো ব্যস্ত কেন ?  
ম্লান অন্ধকারে বসবাসের ব্রতে পা বাড়িয়ে
এত তাড়া করতে নেই ,  
এখানে আঁধার একটু বেশী গাঢ়
একটু বেশী স্পর্শকাতর,
আলো এখানে প্রহসনের খেলনা
তুমি ভয় পেয়না – পা রাখো দৃঢ়তায়  
নইলে পিছলে যাবে আমাকে চেনার আগেই,
বিস্তৃত দাবানল এখানে মিশে আছে রক্তজবা হয়ে
দীর্ঘশ্বাসের খরতাপে জমিন যেন ক্ষুরধার
ক্রোধাগ্নির বাতাস ছেয়ে আছে চারিদিক
পাওয়া না পাওয়ার যুদ্ধ বারুদে ঝলসানো
ক্ষতবিক্ষত দগদগে মাংসপিণ্ডের হৃদয়ে
ক্ষুধার্ত মাছিদের আনাগোনা
বিসর্জনের বাজনায় নিদারুণ ভরে আছে মরাকান্না,
ভয় পেওনা,  আস্তে আরও আস্তে পা ফেলো
তোমার সৌখিন পদচারণ এ নষ্ট ভূমির শরীর –
কতোটুকু অমরত্বের সুখ দিতে পারে আমি জানি না,
শুধু ভয় হয় ,
পাছে তুমি রক্তাক্ত হও  এ বদ্ধভূমির কংকাল হাড়ের আঘাতে  
ধীরে আরও ধীরে পা রাখো এ মৃত আবাসে
যেখানে প্রাণ খুলে জীবন নয় মৃত্যুরা হাসে ।  
ধীরে আরও ধীরে ...।।