খোলা কলম নিয়ে বসে
আছি
কী লিখব ভেবে
পাচ্ছিনে,
নিয়তির রীতিতে
ছুটছে সবাই
আমিই শুধু যাচ্ছিনে।
আকাশের দিকে চোখ
তুলে তাকাই
নাহ্, দেখতে খুবই
কালো,
অসহ্য লাগছে নির্মম
রজনী
আর স্নিগ্ধ তারার
আলো।
গাছের পাতাগুলোও
ভুলেছে আজ
মৃদু বাতাসে নড়া,
কি করব? রাগে-
অনুরাগে
নিজেই পড়েছি
প্রকৃতির হাতকড়া।
ভাবের আজ প্রচন্ড
অভাব
সিক্ত আবেগের
প্রতি,
কোন স্বপ্ন আঁকিনি
আজ
শুধু পেয়েছি মৃদু
অনুভূতি।
মনের অজান্তেই একটু
হাসি
জানিনা কোন খেয়ালে,
নিশ্চুপ জোনাকির
মায়াবী আলোয়
দেখেছি তাকে মনের
দেয়ালে।।