আমি জানি-
আমার কথা সরল মনে শুনবেনা কেউ,
তাই কবিতার ভেলা ভাসিয়ে দিয়ে
        -সমুদ্রে জাগাই ঢেউ।


আমি তাদের কথা বলি-
যাদের ঘামে তিলে তিলে গড়ে উঠেছে বিশ্ব,
জীর্ণ হাতের স্পর্শে প্রকৃতি সেজেছে অপরূপ,
স্পষ্টতার গন্ধে অস্পষ্টতা হয়ে গেছে চুপ।
মরুভূমির উত্তপ্ত বালিতে জেগেছে নতুন কুঁড়ি,
বিনা শাঁখে বেজেছে ঝন-ঝন বৃক্ষের হাতের চুড়ি।
বন্দি বাগানের মতো সযত্নে ফুটেছে কত ফুল
রঙ-বেরঙের পাহাড়ী খোপায় সেজেছে বিশ্বকুল।
        গভীর ঘন অরণ্য-
আজ শস্যদানায় হয়ছে ধন্য।।
            চলবে......