মৃন্ময়ী,
তুমি ছিলেনা বলে এ কয়েকদিন__
গগনে উঠেনি চাঁদ কেটেছে রাত তারা হীন।
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
শুভ্র বিকেল স্তব্ধ হয়ে শীতলক্ষ্যার পাড়ে বসে
আপন মনে ভাবিয়া যাইতো চক্ষু ফিরিয়া পাশে।
নাকে ভর দিয়া সূর্য যখন সন্ধ্যায় দিত ডুব
সাগরের পানি চমকিত হইয়া গর্জন করিত খুব।
সন্ধ্যা মালতী সন্ধ্যা হাতে আসিত যখন ফিরে
কৃষ্ণচূড়া ঝড়িয়া পড়িত শুকনো নদীর তীরে।
রাতের পেঁচা চুপটি করে কড়ই গাছের ডালে
সারা রাত্র কি যেন লিখিত বসে আপন তালে।
আঁধার আসিয়া দাঁড়াইত হঠাৎ নীল পাহাড়ের গায়
ধূসর বর্ণের রাত্রি তখন নিরবে কাঁদিত হায়!
রজনীগন্ধা ফুটেনি যেন মন খারাপের ছলে
জোনাকি পোকা ছাড়েনি আলো___
                             তুমি ছিলে না বলে।।