আমি পারিনা-
            চোখ বন্ধ করে আন্দাজ করে বলতে,
আমি পারিনা-
            অভিজাত বাক্তির ন্যায় পথ চলতে।
আমি পারিনা-
            খুশির ঝঙ্কার অট্ট হাসিতে ভাসিয়ে দিতে,
আমি পারিনা-
            মেঘের মত ভারী দুঃখ বর্ষণে বিলিয়ে দিতে।
আমি পারিনা-
            পিপাসায় কাতর বাক্তিকে জল খাইয়ে দিতে,
আমি পারিনা-
            দুঃখিনীর দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিতে।
আমি পারিনা-
            বৃক্ষের মতো সাধনায় নত শির নিচু রাখতে,
আমি পারিনা-
            প্রেম ঝরা কাব্যের মতো প্রেম হীনতায় জাগতে।
আমি পারিনা-
            ভীতুর মতো মরণ ভয়ে নিজের সত্য ভুলতে,
আমি পারিনা-
            আগুনের মতো নির্দয় হয়ে সব কিছু পুড়তে।
আমি পারিনা-
            হিংস্র জানয়ারের মতো মানব রক্ত চাটতে,
আমি পারিনা-
            বিধ্বংসী বোমার মতো সব জায়গায় ফাটতে।


            এ সবই মোর অপারগতা।             জীবন পরে-
            রয়ে গেল আরও অনেক, যা দৃষ্টির অগোচরে।।


                                                                   (সংক্ষেপিত)