বন্ধু তোরে গাধা বলে
নেই যে আপন করে,
আপন স্বরে ডাকি সদা
বন্ধুত্ত্বের-ই ঘরে।
সুখে-দুঃখে থাকব মিশে
তোরই নিশ্বাসে,
শত কষ্টেও পাবি মোরে
তোরই বিশ্বাসে।


বন্ধু-
রাগ কেন বল?
ক্রোদের অনল শীতল তাপে
নিভিয়ে দিবি চল।
পাশাপাশি থাকব মোরা
সকল বন্ধুর প্রাণে,
এক স্বরে মিলাব সুর
বন্ধুত্ত্বের-ই গানে।।