সেদিন বিকেলে হঠাত্‍
কি যেন হয়েছিল
মনে হয়েছিল বড় অসহায় আমি
কুল হারা পথের একটি পথিক
বড়ই ক্লান্ত, বড়ই নির্জীব, বড়ই অসহায়
পাইনি খুঁজে কোন দিগ্বীদিক।
সম্বলহীন পথের একটি ছোট্ট কণা
বাতাসে উড়ে ভাসতে থাকি এলোপাথাড়ি
নিস্তব্ধতায় থমকে দাঁড়াই, পথের দিকে
টাটকা ফুলের ফোটা রং হয়ে যায় ফিকে।
দমকা বাতাস হঠাত্‍ করেই থেমে যায়
সূর্য চলে যায় মেঘের আড়ালে,
অতি দুরন্তপনা মনে আমি
সেদিন বিকেলে হঠাত্‍
টিপ টিপ জলে থমকে ছিলাম
অচেনা দৃষ্টিতে তাকিয়ে ছিলাম
পথের দিকে। পথের কিনারে থামি
মনে হয়েছিল বড় অসহায় আমি।
প্রকৃতির সুগন্ধ চিত্ত নিস্তব্ধ হয়েছিল
বিমূঢ় চিত্তে আকাশের নীল ধূসর হয়েছিল
বনের লক্ষ কোটি বৃক্ষ নুয়ে পড়েছিল
শুধুমাত্র, সেদিন বিকেলে হঠাত্‍
কি যেন হয়েছিল
মনের কোনে সুপ্ত ভালোবাসার লগনে
অঙ্কুরিত প্রেমের বন্ধন
ছিন্নভিন্ন হয়ে অতল গভীরে গিয়েছিল নামি
কুল হারা পথের একটি পথিক
সেদিন বিকেলে হঠাত্‍
মনে হয়েছিল, বড় অসহায় আমি।।


রচনাকালঃ ১৮ মার্চ, ২০১৪।