এই বাংলার আকাশ বাতাস
এই বাংলার মাটি,
এই বাংলাই জন্ম তোমার
এই বাংলাই খাঁটি।


এই বাংলার বন্ধু তুমি
এই বাংলার সাথী,
ঐ হায়নার মুখে থুথু
বুকে দেই লাথি।


এই বাংলার গরীব দুখী
তোমার কথা কয়,
শেখ মুজিব থাকলে তো
লাগতো না আর ভয়।


এই বাংলার কুলি মজুর
বলছে কত কথা,
তোমার বিয়োগে তাদের
মনে দারুন ব্যাথা।


এই বাংলার স্বাধীনতা
মুজিব তোমার দান,
সর্বদা সচেষ্ট হই
রাখতে তোমার মান।