সব ছাপিয়ে বিষন্নতা
ধরছে গলা চেপে
সুখ পাখি টা হারিয়ে ডানা
উঠছে কেঁপে কেঁপে ।


মনের বাড়ি
অন্ধকারে ডুবে
চাঁদের বাতি
জ্যোৎস্না দেবে কবে!


আমার যে, সে
ভাবছে কি আর আমায়
হৃদয় গলছে
অচল কোনো তামায়।


কস্টগুলোন
যায় যে নেড়ে কড়া
ভেতর বাড়ির
চায় অধিকার ত্বরা।


এমন করেই
কাল কি যাবে বয়ে!!
বিষন্নতার
থাবা মাথায় নিয়ে!