আসো হাতে হাত মিলিয়ে
কাঁধে রাখি হাত,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
ভুলে গিয়ে জাত ।
ভিন গায়ে থাকি মোরা
একই বেশে কাজ,
একসাথে কাজ করবো মোরা
হয়ে মুনিব মাথার তাজ ।
একজনের সুখেতে যেন
সবাই সুখী রই,
একজনের দুখেও যেন
সবাই দুখি হই ।
কাজ কর্মেতে বুঝি মোরা
একী জাতি ধর্মী,
ভিন্ন পরিবারের সবাই
আমরা সহকর্মী ।