বাবা আমার গনি হাজী
ন্যায় নিষ্ঠার প্রতিক,
বিপদ-আপদে সব লোকেতে
সরল পথ দেখায় সঠিক ।
বহু লোক আছে এই সমাজে
যারা কুমন্ত্রনা দেয়ায় সেরা,
আমার বাবা সেই খানেতে
প্রতিবাদির উচিত কথায় ভরা ।
উচিত কথা সয় না কারো
ধরে যেন গায়ে জ্বালা,
কাজে-কথায় মিল দেখিয়ে
রাখে ধরে মন কালা ।
দেখেছি আমি কু-মন্ত্রি মানুষেতে
উচিত কথায় দিয়েছে থাবা,
সমাজের হাল ঠিক রাখিতে
চেষ্টা করে যায় আমার বাবা ।
বাবা তুমি যাও এগিয়ে
সত্যের নিশান হাতে,
তোমার ছেলে আছে পাশে
তোমার নীতির সাথে ।
তুমি আমার আদর্শ বাবা
তুমি আমার গর্ব,
অনুভব করি আমি বাবা
জীবনের প্রতিটা পর্ব ।
বাবা তোমার চেষ্টা গুলো
আমার মাঝে করেছি ধারন,
সুষ্ঠ সমাজ গড়তে আমি
সদাই তোমায় করি স্মরণ ।