জীবন তুমি আকাবাকা
যেন ইছামতি নদি,
ইচ্ছে মত কূল গড়িয়ে
চলছ নিরবোধি ।
চলছ তুমি ভাটির দেশে
জোয়ার যখন বীরের বেশে,
শেওলা, পানা, পদ্ম সাথে
চলছ যেন কিনার ঘেঁসে ।
জীবন নায়ের মাঝির শুর
শুখের খোজে শুখি পুর,
শুখের আশায় চলছে মাঝি
পাল তুলিয়া ধরে বাজি ।
সাম্পান নায়ের মাঝি দেখ
যাচ্ছে বেয়ে তোমার মাঝে,
যাবে মাঝি অচিন পুরে
শেষ ঠিকানায় অনেক দুরে ।