খেয়াল করিনি আমি
তোমার স্বরুপ,
এতো কাছে থেকেও
মুক্তা, মানিক মোহে।
জনম বুঝি শেষ হলো মোর
ভেবে হৃদয় বলে,
কোথায় ছিলাম ?
কোথায় এলাম ?
আবার কোথায় যাব ?
এই ভেবে মোর
ঘোর কেটে যায়
খেয়াল হয় মনে,
নৃ আসার সৃষ্টি পথে
আসলো জনে জনে।
রুপের মাঝে স্বরুপ আছে
কত রুপের বাহার,
এই রুপেতে সেই রুপ খোজে
বুঝে যে জন,
স্বরুপেতে যোগ আছে যাহার।
জ্ঞান কোষেতে পড়িয়া পাই
নিজের রুপের বেহাল,
সেই হতে এই মনে দিলাম
স্বরুপের খেয়াল।