শিক্ষিত !!!
তবু জ্ঞানী নই আমি
বলে শিউরে ওঠে মন,
যে শিক্ষা মেলায় শুধু
যশ, খ্যাতি আর ধন ।
অজ্ঞানী আমি প্রভু
জ্ঞান দাও মোরে,
কত জনকে করিলে জ্ঞানী
এই ধরণীর তরে ।
জ্ঞান বলিতে বুঝি আমি
তোমার হাবিবের অক্ষর,
শেষ বিচারে যেটা হবে
আমল এর স্বাক্ষর ।
জ্ঞানান্ধ আমি দয়াল
কৃপা কর মোরে,
পারি যেন করতে আমি
পুণ্য সঞ্চয় শেষ সময়ের,
রোজ হাসরের ডরে ।