ফিরে এসো মানবতা
সব মানুষের পর,
পূর্ব করজনার ধনি-গরিব
প্রতি বাড়ি ঘর ।
ফিরে এসো প্রেম-প্রিতি
স্নেহ ভালোবাসা,
একই সাথে চলব আবার
এটাই আমার আশা ।
যেই ভাবেতে ছিল সমাজ
ছিল নজু-আফাজ ভাই,
তাদের সাথে ছিল মানুষ
তোমাদের বলে যাই ।
এক জনের দুখতে যেমন
পড়ত ঝাপিয়ে,
আনন্দ উল্লাসে তেমন
চলত লাফিয়ে ।
আছে পরে জমি, ভিটা
সেই রাস্তা ঘাট,
তারা সবাই চলে গেছে
আছে ভবের হাট ।
এই হাটের সওদা শেষে
তুমিও দিবে পাড়ি,
সেদিন তোমায় ফেরাতে ভাই
কেউ দিবে না আড়ি ।
একা যেমন এসেছিলে
যাবে আবার একা,
যাচ্ছে মানুষ ভব ছেরে
শৈশব হতে দেখা ।
মামা, চাচা, ছোট বড়
ভাই বন্ধু জোয়ান বুড়ো,
হিংসা বিদ্বেষ বন্ধ কর
দয়াল নবীর আইন পড় ।
ঐ আইনে জীবন গড়
সত্য নিশান হাতে ধর,
পূর্ব পুরুষ খেয়াল কর
তাদের সমাজ আবার গড় ।
এই আশা শফিকের মনে
বলিয়া যাই জনে জনে,
অহংকার নয় ঐক্য দিয়ে
আদর স্নেহ মায়া নিয়ে ।
ফিরে এসো ঈদের মাঠে
একসাথে পড়িতে নামাজ,
ফিরে পেতে সবাই আবার
আফাজ-নজুর খুশির সমাজ ।